• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

উটের বাজি হারবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জুলাই ২০১৮, ০৯:১৩

আজ থেকে শুরু হচ্ছে সেমিফাইনালে যাওয়ার যুদ্ধ। এ লড়াইয়ে প্রথম ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। আর দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লড়বে রেড হর্স বেলজিয়ামের বিপক্ষে। যদিও বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলকে হারানোর ইতিহাস নেই বেলজিয়ামের। আজকের ম্যাচ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলতে নামবে উভয় দল।

যদিও আজকের দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে সকলের দৃষ্টি থাকবে ব্রাজিল ও বেলজিয়ামের ম্যাচের দিকে। গতবছর বিশ্বকাপকে কেন্দ্র করে অক্টোপাস পল প্রথম আলোচনায় আসে। বেশ কয়েকটি ম্যাচের ভবিষ্যদ্বাণী করে আলোচনার তুঙ্গে ওঠে পল। কিন্তু এবারের বিশ্বকাপে পলকে আর পাওয়া যায়নি। তার জায়গা দখল করে শাহিন নামের উট ও অ্যাকিলিস নামের বিড়াল।

আজকের দ্বিতীয় ম্যাচের আগে ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ দিয়েছে উট শাহিন। হেক্সা জয়ের স্বপ্ন যারা মনের মধ্যে বুনে ফেলেছেন, তাদের হতাশ হওয়ার মতোই এক খবর দিল আরব আমিরাতের ভবিষ্যৎবক্তা এই উট। শেষ আটের লড়াইয়ে নাকি পাঁচবারের চ্যাম্পিয়নদের বিদায় করে দেবে ইউরোপের পাওয়ার হাউস বেলজিয়াম।

--------------------------------------------------------------
আরও পড়ুন : বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিল একাদশে মার্সেলো
-------------------------------------------------------------

উটের সামনে দুটি কাঠিতে করে দুই দেশের পতাকা রাখা হয়। তারপর উটটি একটি পতাকাকে বেছে নেয়। এর মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে ম্যাচটি আসলে কোন দেশ জিতবে। এবার উট 'শাহীন' কোয়ার্টার ফাইনালের বিজয়ী হিসেবে বেছে নিয়েছে বেলজিয়ামকে। তবে কি ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন এখানেই থামবে? উত্তর পেতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে অন্তত রাত ২টা পর্যন্ত। আর অতিরিক্ত সময়ে খেলা গড়ালে অপেক্ষা বাড়বে আরো ত্রিশ মিনিট। টাইব্রেকারে গেলে শেষ পর্যন্ত সে অপেক্ষা বাড়বে রাত ৩টা পর্যন্ত।

এর আগে চারবার মুখোমুখি হয়ে বেলজিয়ামকে তিনবার হারিয়েছে ব্রাজিল। আর একটি ম্যাচে জিতেছে বেলজিয়াম। ১৯৬৩ সালে এই দুই দল প্রথমারের মতো মুখোমুখি হয়। সেই ম্যাচে জয় পেয়েছিল বেলজিয়াম। বিশ্বকাপে এই দুই দল একবার মুখোমুখি হয়েছে। ২০০২ সালের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

আরও পড়ুন :

কার্ডের কারণে কোয়ার্টার মিস করছেন যারা

এএ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh