• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শর্তপূরণ সাপেক্ষে রিয়ালে সালাহ!

স্পোর্টস ডেস্ক

  ১৭ এপ্রিল ২০১৮, ১৮:১০

দুর্দান্ত গতিতে ছুটছেন দ্য ফারাও খ্যাত মিশরের মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে এরই মধ্যে সব মিলিয়ে করেছেন ৪০ গোল। প্রিমিয়ার লিগেই করেছেন ৩০ গোল। ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের দৌড়েও সবচেয়ে এগিয়ে আছেন তিনি। আর এমন দুর্দান্ত পারফর্মেন্সের পর নজরে পড়েছেন রিয়াল মাদ্রিদের। রোমা ছেড়ে চলতি মৌসুমে লিভারপুলে এসেছেন সালাহ।

সামনের মৌসুমে বেনজেমা ও বেলকে ছেড়ে দিতে যাচ্ছে রিয়াল। তাই তাদের রাডারে রয়েছে রবার্ট লেভান্ডভস্কি, মাউরো ইকার্দি, হ্যারি কেন। সেখানে দুর্দান্ত পারফরম্যান্সের কল্যাণে যোগ হয়েছেন সালাহ। শুধু যোগ হওয়া নয়, লিভারপুলের মিশরীয় উইঙ্গারকে দলে পেতে মরিয়া রিয়াল। যেকোনো মূল্যে ২৫ বছর বয়সী উইঙ্গারকে কিনতে রাজি রিয়াল।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পৌছে গেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান দল রোমা। অন্য সেমিফাইনালে আবার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ।

--------------------------------------------------------
আরও পড়ুন : আফগান সিরিজের প্রস্তুতি শুরু মে মাসে
--------------------------------------------------------

এদিকে চলতি মৌসুমের শুরু থেকেই প্রিমিয়ার লিগে গোলখরায় ভুগছিল রিয়াল মাদ্রিদ। রোনালদোর ব্যর্থতার দিনে কেউই টানতে পারছিলনা দলকে। মৌসুমের প্রথমার্ধেই তাই লা লিগা থেকে ছিটকে পড়ে প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। দলের মেইন ফরোয়ার্ড বেনজামার অফ ফর্মের কারনে নতুন ফরোয়ার্ড খোজা শুরু করে রিয়াল। আর সেই তালিকায় আছেন লিভারপুলের সালাহ।