• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ড. কামাল হোসেনরা যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে অপচেষ্টায় লিপ্ত : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১০ আগস্ট ২০১৮, ১৫:১৪

ড. কামাল হোসেনরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে সরকার পতনের অপচেষ্টায় লিপ্ত। এর অংশ হিসেবে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে কামাল হোসেনরা একটি সভাও করেন। বললেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।

আজ(শুক্রবার) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ড. কামাল হোসেনরা সিনহাকে নিয়ে জুডিশিয়ালী ক্যু'র চেষ্টা করেছিলেন। সেই চেষ্টা নসাৎ করা হয়েছে। ছাত্রদের সব দাবি সরকার মেনে নেয়ার পরও, তারা ষড়যন্ত্র করে সরকার পতনের।

মন্ত্রী আরও বলেন, আমার মোবাইলে এসএমএস দিয়ে বলা হয়েছে- ক্ষমতাতো গেলো, বেরুবেন কোন দিক দিয়ে! আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা ছোট মন নিয়ে রাজনীতি করি না। আমারা জনগণকে নিয়ে রাজনীতি করি, আমাদের মন বিশাল। আমাদেরকে ভয় দেখাতে আসবেন না।

মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোয়াব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুজ্জামান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কওছার ভূইয়া প্রমুখ।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আ.লীগ : আইনমন্ত্রী 
বিএনপি অস্তিত্ব হারিয়ে এখন আবোল-তাবোল বকছে : আইনমন্ত্রী
দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন হচ্ছে
বাড়ছে সাজা স্থগিতের মেয়াদ, বিদেশ যেতে পারবেন না খালেদা জিয়া
X
Fresh