• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিলেট সিটি নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন পেলো আ.লীগ

স্টাফ রিপোর্টর সিলেট

  ২৮ জুলাই ২০১৮, ১৪:২২

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দীন আহমদ কামরানকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান শনিবার দুপুর সোয়া ১২টায় সিলেট নগরে সংবাদ সম্মেলন করে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এই সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে সিলেটে দলীয় কোনো প্রার্থী দেয়নি জাতীয় পার্টি। তফসিল ঘোষণার পর থেকে সিসিক নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কোনো কার্যক্রমেও নেই। কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে আমরা আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাচ্ছি এবং তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানাই।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আজ থেকে ২৭টি ওয়ার্ডে বিভিন্ন দলে ভাগ হয়ে জাতীয় পার্টির কর্মীরা প্রচার চালাবেন।

------------------------------------------------------
আরও পড়ুন : পাঁচ আসনে জিতে ইতিহাস গড়লেন ইমরান খান
-------------------------------------------------------

এছাড়া সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

আগামী সোমবার সিলেট ছাড়াও বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু : কাদের
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
X
Fresh