• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নেদারল্যান্ডসের ইসলামবিরোধী কার্টুনের বিষয়ে জাতিসংঘকে জানাবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ আগস্ট ২০১৮, ১৫:২৩
ফাইল ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, নেদারল্যান্ডসের ইসলামবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিষয়টি জাতিসংঘের উত্থাপন করা হবে। কারণ মুসলিম বিশ্ব সামগ্রিকভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় নেদারল্যান্ডসে বারবার ইসলামবিরোধী কার্টুন প্রতিযোগিতার ঘটনা ঘটছে। খবর পার্সটুডের।

পাকিস্তান সিনেটে দেয়া প্রথম ভাষণে ইমরান খান এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির অনেক আগেই এ বিষয় পদক্ষেপ নেয়া উচিত ছিল। একইসঙ্গে এ বিষয়ে বাস্তবভিত্তিক কৌশল গ্রহণ করাও উচিত। রুচিবিরোধী এমন তৎপরতার মাধ্যমে বিশ্বের মুসলমানদের আবেগকে আঘাত করা হচ্ছে। কিন্তু ওআইসি এখনও এ তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানান তিনি।

এর আগে নেদারল্যান্ডসের এ তৎপরতার বিরুদ্ধে পাকিস্তান সিনেটে সর্বসম্মতভাবে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে।

উল্লেখ্য, গেলো ২৫ জুলাই দেশটির সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় ইমরান খানের পিটিআই। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় বিরোধীদের চাপের মুখে পড়তে হয় ইমরান খানকে। কিন্তু শেষপর্যন্ত খেলার মাঠের মতো রাজনীতির মাঠেরও সব চাপই উতরে গেলেন তিনি।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
২৭ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে পাস
X
Fresh