• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পকে পূজা দিলেন ভারতীয় যুবক (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ জুলাই ২০১৮, ২২:০৯

সনাতন ধর্মালম্বীরা সর্বশক্তিমান ভগবানের পূজা করেন। কিন্তু সনাতন ধর্মের অনুসারী কৃষ্ণের কাছে এই মুহূর্তে বিশ্বের শক্তিমান ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পূজা করে রাতারাতি সংবাদের শিরোনাম হয়েছেন ভারতের তেলাঙ্গানা রাজ্যের এই যুবক। খবর হিন্দুস্তান টাইমস।

পূজার আসনে সাধারণত থাকে দুর্গা, লক্ষ্মী, গণেশ কিংবা গোপালের মূর্তি। আর এখন কৃষ্ণের সেই পূজার আসনে স্থান পেয়েছেন ট্রাম্প। যথারীতি কপালে সিঁদুরের টিকা দিয়ে দিচ্ছেন ট্রাম্প ভক্ত কৃষ্ণ। চলে পূজা ও মন্ত্রোচ্চারণ।

৩১ বছরের বুসা কৃষ্ণ তেলেঙ্গানার বাসিন্দা। হিন্দু দেবদেবীর সঙ্গেই একাসনে বসিয়ে তিনি পূজা করেন ট্রাম্পেরও। একেবারে ফুল দিয়ে হিন্দু ধর্মের সকল আচার মেনে পূজা করেন তিনি।
--------------------------------------------------------
আরও পড়ুন : ভারত আমার জন্য সুরক্ষিত মনে না হওয়া পর্যন্ত ফিরবো না: জাকির নায়েক
--------------------------------------------------------

তবে এই পূজার নেপথ্যে একটি ঘটনাও আছে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে খুন হয়েছিলেন ভারতের এক আইটি কর্মী। জাতিগত ঘৃণার কারণেই সেই হত্যা। একজন ভারতীয়র এই পরিণতি নাড়িয়ে দিয়েছিল এই ব্যক্তিকে। তিনি ঠিক করেন, ঘৃণা নন, ভালোবাসাই যে ভারতীয়দের শেষ কথা, তা যেন সর্বত্র ছড়িয়ে পড়ে। আর তাই ট্রাম্পকেই পূজা করা শুরু করেন তিনি। তবে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকে পাগলও বলেছেন কৃষ্ণকে।

এ নিয়ে তিনি বলেন, ট্রাম্পের কাছেও পৌঁছেছে তার এই পুজোর কথা। ট্রাম্প টুইটারে তাকে বার্তা পাঠিয়েছেন।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিব খানের জন্মদিনে জায়েদের নতুন ঘোষণা
প্রতিটা নিশ্বাস যেনো খুঁজছে তোমায় মামণি : পূজা চেরি
প্রতিদিন আমার খোঁজ নিতে হবে মামুনি : পূজা চেরি
মাকে ছাড়া কীভাবে থাকব : পূজা
X
Fresh