• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেক্সিকোতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৪২

শুক্রবার রাতে দক্ষিণ-পশ্চিম মেক্সিকোয় ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভৌগলিক জরিপ রিপোর্টে তা বলা হয়েছে।

এই ভূমিকম্পে রাজাধানী মেক্সিকো সিটি শহরও কেঁপে উঠে। ছয় মাসের ব্যবধানে এটি দেশটিতে তৃতীয় বড় ভূমিকম্প।

ইউএসজিএস এর তথ্যমতে, ৭.২ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ওজাকা রাজ্যের পিনোটেপা ডি ডন লুইস। যার গভীরতা ছিল ২৪.৬ কিলোমিটার।

তবে প্রাথমিকভাবে বিভিন্ন ভবনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সতর্কতাও।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়েতো এক টুইট বার্তায় জানান, দক্ষিণ-পশ্চিম পিনোটেপা ডি ডন লুইস শহরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তিনি সবাইকে ধৈর্য ধারণ ও সতর্ক থাকার নির্দেশ দেন।

সবশেষ গত বছরের সেপ্টেম্বর মাসের দুইটি ভূমিকম্পে মেক্সিকোতে দুই শতাধিক মানুষ প্রাণ হারায়।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাপুয়া নিউ গিনিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
সপরিবারে অল্পের জন্য রক্ষা পেলেন রাজামৌলি
পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প
X
Fresh