• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

লিবিয়ায় মসজিদে বোমা হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪০

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে একটি মসজিদে বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৮ জন। গেলো দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে এটি ধর্মীয় উপাসনালয়কে লক্ষ্য করে দ্বিতীয় হামলার ঘটনা। খবর বিবিসির।

সাম্প্রতিক বছরগুলোতে লিবিয়ার দ্বিতীয় জনবহুল শহরটিতে আত্মস্বীকৃত লিবিয়ান ন্যাশনাল আর্মি ও স্থানীয় ইসলামিস্ট মিলিশিয়ারা লড়াই চালিয়ে যাচ্ছে।

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, বেনগাজির মাজৌরি জেলায় একটি মসজিদে দুইটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
--------------------------------------------------------
আরও পড়ুন: সৌদিতে ১০ জনে একজন নারী অবিবাহিত
--------------------------------------------------------

ধারণা করা হচ্ছে ওই বিস্ফোরকগুলো একটি ব্যাগে করে মসজিদের প্রবেশ দরজার সামনে লুকিয়ে রাখা হয়েছিল। পরে মোবাইল ফোনের সাহায্যে ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

আহত ব্যক্তিদের বেনগাজির আল জালা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ এই বোমা হামলা কারা চালিয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গেলো মাসে এ ধরনের এক হামলার জন্য শহরের ‘ইসলামিস্ট স্লিপার সেল’কে দায়ী করেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে বড় আকারের রকেট হামলা চালাল হিজবুল্লাহ
চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ৭
ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যু
X
Fresh