• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩০

তাইওয়ানে ৬ দশমিক ৪ ভূমিকম্পে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, এসময় আরও কমপক্ষে ২১৪ জন আহত হয়েছেন। খবর বিবিসি, সিএনএন ও চ্যানেল নিউজ এশিয়ার।

স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে আঘাত হানা ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের পূর্ব উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

জাতীয় দমকল দপ্তর জানাচ্ছে, হুয়ালিয়েন শহরে একটি হোটেল ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জরুরি উদ্ধারকর্মীরা হেলে পড়া হোটেল ও ভবন থেকে প্রায় দেড়শ মানুষকে উদ্ধার করেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: একই সিরিঞ্জ ব্যবহারে ৪০ জন এইচআইভি আক্রান্ত
--------------------------------------------------------

ভূমিকম্পের পর ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ভবন হেলে পড়েছে আর রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, ক্ষতিগ্রস্ত হওয়া ভবনগুলোর মধ্যে একটি হাসপাতালও রয়েছে।

পর্যটকদের কাছে জনপ্রিয় হুয়ালিয়েনে প্রায় এক লাখ মানুষের বাস। ভূমিকম্পের পর ৪০ হাজার বাড়িতে পানি সঙ্কট দেখা দেয়। আর বিদ্যুতহীন হয়ে পড়ে ছয় শতাধিক বাড়ি।

তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্শাল হোটেল। হোটেলটির বেজমেন্ট ক্ষতিগ্রস্ত হলে সেটি একদিকে হেলে পড়ে।

সরকার বলছে, ভূমিকম্পের কারণে দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় এক বাসিন্দা ব্লু সু বলেছেন, গেলো ১০ বছরের মধ্যে আমার জানা মতে এটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
পল্টনে ছয়তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
X
Fresh