• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কাশ্মীরে গুলি করে পাকিস্তানি জঙ্গি ছিনতাই!

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পাকিস্তানি এক জঙ্গি পুলিশি হেফাজত থেকে পালিয়ে গিয়েছে। মঙ্গলবার সকালে শ্রীনগরের একটি হাসপাতালে রুটিন চেকআপের জন্য ওই জঙ্গি নাভিদ জাটকে নিয়ে আসা হয়। পুলিশ বলছে, নাভিদের এক সহযোগী হাসপাতালের ভিতরে গুলি ছুঁড়েছে। তারা বলছে, এসময় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

শ্রীনগরের সিনিয়র পুলিশ সুপার ইমতিয়াজ ইসমাইল বলেছেন, ওই জঙ্গির কাছাকাছি থাকা একজন আমাদের দুই কন্সটেবলকে গুলি করেছে।

রাইনাওয়ারি কেন্দ্রীয় কারাগার থেকে আরও পাঁচ বন্দির সঙ্গে নাভিদকেও শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে আনা হয়েছিল।

পুলিশ যখন লাঞ্চের আগে বহির্বিভাগের সামনে পৌঁছায় তখন ওই গুলির ঘটনা ঘটে। সূত্রগুলো জানাচ্ছে, দুই ব্যক্তি গুলি ছুঁড়েছে। হেড কন্সটেবল মুশতাক আহমাদ ঘটনাস্থলেই মারা যান। তার সহকর্মী কন্সটেবল বাবর আহমাদ গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা যান তিনি। কিছু গুলি হাসপাতালের সিলিঙয়েও গিয়ে লাগে।

এই গোলাগুলির মধ্যে নাভিদ পালিয়ে যায়। সিনিয়র পুলিশ কর্মকর্তা গুলাম হাসান ভাট বলেছেন, তিনজন জঙ্গি মোটরসাইকেলে করে পালিয়ে গিয়েছে।

ওই ঘটনার পর হাসপাতাল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। তবে জরুরি চিকিৎসা সেবা চলছে।

২২ বছর বয়সী নাভিদকে কয়েকটি সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকায় ২০১৪ সালে গ্রেপ্তার করা হয়। একটি হামলায় সাত পুলিশ সদস্যকে হত্যার সঙ্গেও নাভিদ জড়িত বলে ধারণা করা হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
‘চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে’
X
Fresh