• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

লিবিয়ায় জোড়া বোমার আঘাতে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ জানুয়ারি ২০১৮, ০৯:৪৭

লিবিয়ার বেনগাজি শহরে একটি মসজিদের সামনে জোড়া গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। খবরে বলা হয়েছে, প্রায় একই সময়ে ঘটা ওই হামলায় ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

প্রথম গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে কেন্দ্রীয় আল-স্লেইমানি এলাকার একটি মসজিদের সামনে। মুসল্লিরা যখন মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন তখন ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এর কিছুক্ষণই রাস্তার উল্টো পাশে দ্বিতীয় গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। এই হামলায় নিহতদের মধ্যে সামরিক কর্মকর্তারাও রয়েছেন।

স্থানীয় আল-জালা হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে কোন গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।