• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ জানুয়ারি ২০১৮, ০৯:০৮

মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। খবর বিবিসির।

কেনটাকির গভর্নর জানিয়েছেন, বেনটন শহরে মার্শাল কাউন্টি হাই স্কুলে ওই গুলিবর্ষণের ঘটনায় ১৫ বছরের এক মেয়ে ঘটনাস্থলেই মারা যান। আর ১৫ বছরের এক ছেলে হাসপাতালে মারা যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, ১৫ বছর বয়সী হামলাকারীকে আটক করা হয়েছে।

কেনটাকি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় ওই গোলাগুলির ঘটনা ঘটে। পরবর্তী ১৫ মিনিট ধরে চলে গুলি তাণ্ডব।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্লাস শুরু হওয়ার পর ওই কিশোর একটি হ্যান্ডগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

কর্মকর্তারা বলছেন, তার বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ গঠন করা হবে। তদন্ত সংস্থা এফবিআই তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছে।

পুলিশ নিহত দুই শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করতে পেরেছে। তারা হলেন বেইলি হল্ট ও প্রেস্টন কোপ। তবে হামলাকারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

তারা জানাচ্ছেন, ১৪ শিক্ষার্থী গুলির আঘাতে আহত হয়েছেন। এসময় হুড়াহুড়ি করে বের হতে গিয়ে অন্য পাঁচজন আহত হন।

সাড়ে চার হাজার অধিবাসীর ছোট এই শহরে হামলার ঘটনায় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নাকচ করলো ইরান
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম
X
Fresh