• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গৃহবধূরা সবচেয়ে বড় সিইও: ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ আগস্ট ২০১৮, ২১:০৪
ছবি: সংগৃহীত

ক্যারিয়ার হোক আর ব্যক্তিগত জীবন হোক, সমানতালে ব্যালেন্স করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। শুধু তাই নয়, তিনি মনে করেন এই ব্যালেন্সটা বেশি ভালো পারেন মেয়েরাই।

সম্প্রতি এক নাচের রিয়ালিটি শো’র অনুষ্ঠানে নিজের ছবি ‘ফ্যানি খান’এর প্রচারে গিয়ে তিনি জানান, তার মতে গৃহবধূরা ভারতের সবচেয়ে বড় সিইও।

ঐশ্বরিয়া রাই বলেন, গৃহবধূরাই ভারতের সবচেয়ে বড় প্রধান নির্বাহী (সিইও)। তাদের সঠিক সম্মান পাওয়া উচিত। দেশজুড়ে তাদের কাজের প্রশংসা হওয়া উচিত। গৃহবধূরা যে কাজ করেন তার সামনে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যায়।

ওই রিয়ালিটি শো অনুষ্ঠানের বিচারকের আসনে ছিলেন গায়ক বিশাল দাদলানি। এ প্রসঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন বিশাল। তিনি জানিয়েছেন, অমিতাভ বচ্চনের একটি পার্টিতে আমন্ত্রিত হিসেবে জলসায় গিয়েছিলেন বিশাল। সেখানে সব অতিথিদের নিজের হাতে খাবার পরিবেশন করেছিলেন ঐশ্বরিয়া। অতিথিদের খাওয়ার পর নাকি নিজে খেয়েছিলেন অভিনেত্রী।

-------------------------------------
আরও পড়ুন : ‘হ্যাঁ, এটাই আমি’
-------------------------------------

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমার পর্দায় হাজির হলেন ঐশ্বরিয়া। তার নতুন সিনেমার নাম ‘ফ্যানি খান’। এই সিনেমার মাধ্যমে প্রায় ১৭ বছর পর জুটি বেঁধেছেন ঐশ্বরিয়া ও অনিল কাপুর।

সিনেমায় তার প্রেমিকের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ডাচ ‘এভরিবডিস ফেমাস’-এর হিন্দি ভার্সন হলো ‘ফ্যানি খান’।

আরও পড়ুন :

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে শাশুড়ির সঙ্গে হোলি খেললেন ঐশ্বরিয়া
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার পর্দা উঠছে আজ
অভিষেকের রহস্যজনক পোস্ট
X
Fresh