• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘একটা চক্র দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস করছে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০১৮, ১৮:০২

সারাদেশের সিনেমা হলে সরকারি খরচে ডিজিটাল প্রজেক্টর ও মেশিন বসানোর দাবি জানিয়েছেন বরেণ্য সাংস্কৃতিকব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। তিনি বলেন, ‘একটা দুষ্টুচক্র শুধু চলচ্চিত্র নয়, টেলিভিশন মিডিয়াকেও ধ্বংস করছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

মঙ্গলবার দুপুরে ‘চলচ্চিত্র পরিবার’আয়োজিত অনুষ্ঠানে হাসান ইমাম এ কথা বলেন। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করে চলচ্চিত্র পরিবার।

সিনেমা হলগুলো একটা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে উল্লেখ করে দেশের অগ্রজ এই সাংস্কৃতিকব্যক্তিত্ব বলেন, ‘এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। হলগুলোতে সরকারি খরচে মেশিন বসানো এবং সিনেমা হলের পরিবেশ যেন আরও সুন্দর হয় তার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।’

--------------------------------------------------------
আরও পড়ুন: চলচ্চিত্র অঙ্গনের বিরোধে মনঃক্ষুণ্ণ বাণিজ্যমন্ত্রী
--------------------------------------------------------

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য মন্ত্রণালয়কে যে অর্থ বরাদ্দ দিচ্ছেন সেখান থেকে যদি সারাদেশের সিনেমা হলগুলো আধুনিকায়নে কিছু কাজ করা হয়। তবে চলচ্চিত্র শিল্পের অনেক সংকটেরই সমাধান হবে।’

সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, নায়ক ফারুক, আলমগীর, মিশা সওদাগরসহ অনেকে।

আরও পড়ুন:

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh