• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সেই ইমামকে নিয়ে কবীর সুমনের গান (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ এপ্রিল ২০১৮, ১৭:২৭

আসানসোলের নুরানি মসজিদের ইমামকে ভারতরত্ন দেয়ার দাবি জানিয়েছিলেন ভারতীয় বাংলা গানের জনপ্রিয় গায়ক কবীর সুমন। এবার তিনি সেই ইমামকে নিয়ে গান তৈরি করলেন। গানটি সোমবার ইউটিউবে প্রকাশ পেয়েছে।

গান গাওয়ার আগে তিনি বলেন, ‘সেই ১৬ বছরের ছেলেটির জানাজায় তার বাবা ইমাম মাওলানা ইমদাদুল রশিদি বলেন, প্রতিশোধ-প্রতিহিংসা নেয়ার অধিকার কারও নেই। তার সেই বক্তব্য শান্তি এনে দেয়। উত্তেজিত জনতার মনের আগুন নিভিয়ে দেয়। আমরা আজ মনে করি, ইমাম রশিদির এই আদর্শ আমাদের প্রত্যেকের আদর্শ হওয়া দরকার।’

--------------------------------------------------------
আরও পড়ুন: জাজের সহায়তায় সাংস্কৃতিক অনুষ্ঠান করবে এফডিসি
--------------------------------------------------------

ইমামকে নিয়ে কবীর সুমনের গানের প্রথম চারটি লাইন হলো—

‘১৬ বছরের ছেলেটাকে খুন করলে কজনে মিলে

মুসলিম বলে এতটা ঘেন্না কটা বুকে রেখেছিলে?

ইমাম ইমদাদুল রশিদি ভারতের সম্মান

তাঁর নামে হাত ধরাধরি করো হিন্দু মুসলমান।

কবীর সুমন বলেন, ‘আমি আর কী পারি! আমি একটা গান তৈরি করতে পারি। আমি একটা গান তৈরি করলাম। আপনাদের সবার কাছে পাঠিয়ে দিচ্ছি। গানটি যদি আমার ফেসবুকে পোস্ট করি, তাহলে অ্যাকাউন্টটি ব্লক করে দেবে। একটি অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। আরেকটি অ্যাকাউন্ট বাকি আছে। আপনারা যেভাবে হোক গানটি ছড়িয়ে দিন।’

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার হাজার ইমাম-মুয়াজ্জিনকে ঈদ সম্মানি দিলো ডিএনসিসি
জার্মান সেনাবাহিনীতে মুসলিমদের জন্য ইমাম
মসজিদের ইমামের বেতনের টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ৪
অষ্টগ্রামে ইমাম হাসান (রা.)-এর জন্মবার্ষিকী পালিত
X
Fresh