• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এককভাবে কেউ বাজারে প্রভাব বিস্তার করতে পারবে না: বাণিজ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মার্চ ২০১৮, ১৯:০৬

দেশের পণ্য বাজারে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য সরকার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। এককভাবে কেউই পণ্যবাজারে প্রভাব বিস্তার করতে পারবে না। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা নিশ্চিত করণ : বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘কোনো অভাব নেই’
--------------------------------------------------------

তিনি বলেন, বর্তমান সরকার পণ্যবাজারগুলোতে ব্যবসায়িক প্রতিযোগিতা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে সরকার ২০১২ সালে প্রতিযোগিতা আইন পাস করেছে। বাজারে যাতে অসম বিপণন ব্যবস্থার সৃষ্টি না হয় বা ভোক্তার স্বার্থ পরিপন্থী কিছু না ঘটে, সেলক্ষ্যে এ আইন প্রণয়ন করা হয়েছে। এখন এ কমিশনকে শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু ও এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম 
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
X
Fresh