• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৫০০ কোটি টাকার বন্ড ছাড়ছে সাউথইস্ট ব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মার্চ ২০১৮, ১৯:০০

৫০০ কোটি টাকার বন্ড ছাড়ছে বেসরকারি খাতের ব্যাংক সাউথইস্ট ব্যাংক লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি আজ বুধবার এ অনুমোদন পেয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, বিএসইসির নিয়মিত কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। এর ফলে সাউথইস্ট ব্যাংক এই বন্ড ইস্যু করতে পারবে।

বন্ডটির বৈশিষ্ট্য হবে- নন কনভারটেবল অর্থাৎ যা রূপান্তযোগ্য হবে না। এটি সম্পূর্ণ অবসায়নযোগ্য। এ বন্ডের মেয়াদ হবে সাত বছর।

বন্ডটি শুধু ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, করপোরেট বডি, মিউচ্যুয়াল ফান্ড এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারী কিনতে পারবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনা যাবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি টায়ার টু ক্যাপিটালের শর্ত পূরণ করবে। বন্ডটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
প্রিমিয়ার ব্যাংকের এমডি মোহাম্মদ আবু জাফর
খেলাপি ঋণ ও ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ
X
Fresh