• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডট বাংলার ডোমেইন ফি এখন ৮০০ টাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মার্চ ২০১৮, ১৬:০৩

ডট বিডি ও ডট বাংলা ডোমেইন ৮০০ টাকা ফিতে প্রদান করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড (বিটিসিএল)। প্রতিষ্ঠানটি এক বছরের জন্য এই ফি নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে।

রেজিস্ট্রেশন করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ডোমেইন বরাদ্দ বা রেজিস্ট্রেশন করা হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তি বিটিসিএল জানিয়েছে, আগে প্রিমিয়াম ক্যাটাগরির জন্য বার্ষিক ফি ছিল যথাক্রমে ৫ হাজার টাকা, ১৫ হাজার টাকা এবং ২৫ হাজার টাকা, যা কমিয়ে বর্তমানে সমহারে মাত্র ৮০০ টাকা ধার্য করা হয়েছে।

অনলাইনে ডোমেইনের জন্য আবেদন বরাদ্দ ও পেমেন্টের ব্যবস্থা রয়েছে।

আগ্রহী গ্রাহকদেরকে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য বিটিসিএল’র ওয়েবসাইট বিটিসিএল.বাংলা- তে ভিজিট করার অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

পশ্চিমবঙ্গ এবং সিয়েরালিওনকে পেছনে ফেলে ২০১৬ সালের ৫ অক্টোবর ডট বাংলা ডোমেইন চালু করার অনুমতি পায় বাংলাদেশ। এই অনুমোদন দেয় ডোমেইন নেম পরিচালনাকারী সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন)।

অনুমোদনের ফলে সরকারি অন্য ডোমেইন ডট বিডি’র মতো ওয়েব অ্যাড্রেসের শেষে ‘ডট বাংলা’ (.bangla) ব্যবহার করা যাচ্ছে। গত বছরের ১ জানুয়ারি থেকে শুরু হয় নিবন্ধন।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টার মধ্যে ইন্টারনেট ও ডিসের তার অপসারণের নির্দেশ
স্পেনে বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
X
Fresh