• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দৌলতদিয়ায় পারের অপেক্ষায় শত শত যানবাহন

রাজবাড়ী প্রতিনিধি

  ২৯ আগস্ট ২০১৮, ১২:৩১

ঈদের ছুটি শেষ। কর্মমুখী হচ্ছে সাধারণ মানুষ। এতে গেলো দুই দিনেরমত আজ বুধবারও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট পার হওয়ার জন্য দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে মানুষের উপচে পড়া ভিড় হয়েছে।

ফেরি পার হওয়ার জন্য দৌলতদিয়া ঘাটে অপেক্ষাকৃত যানবাহনের লাইন দীর্ঘ ৫ কিলোমিটার ছাড়িয়েছে। এর মধ্যে ট্রাকের সংখ্যা বেশি। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে।

যানবাহনের তুলনায় ফেরি কম ও নদীতে প্রচণ্ড স্রোত থাকায় নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে এ নৌরুট।

যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হলেও চরম ভোগান্তিতে পড়েছে পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টায় অপেক্ষায় থাকা সাধারণ পণ্যবাহী ট্রাক চালক ও শ্রমিকেরা।

দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, সকাল থেকে ঢাকামুখী যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির বেশ চাপ ছিল। যে কারণে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হয়। পরে সকাল ৭ টার দিকে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির চাপ কমে গেলে ট্রাক পারাপার শুরু হয়।

তিনি আরও বলেন, ঈদ পরবর্তী যানবাহনের বাড়তি চাপ, নদীতে প্রচণ্ড স্রোত এবং শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত গাড়ি রয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
জাহাজের ধাক্কায় যানবাহনসহ মাঝ নদীতে ভেঙে পড়ল সেতু
চাঁদপুরে ৩০ যানবাহন মালিককে অর্থদণ্ড
চার দিন পুরোপুরি বন্ধ পোস্তগোলা সেতু
X
Fresh