• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাবনায় বাসার সামনে নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি

  ২৮ আগস্ট ২০১৮, ২৩:৪৯

আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পাবনা শহরের রাধানগরে নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তার মরদেহ এখন পাবনা জেল হাসপাতালে রাখা আছে।

জানা যায়, আনন্দ টিভির পাশাপাশি পাবনার অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদী। সুবর্ণা আক্তার নদী জেলার আটঘরিয়া উপজেলার বাসিন্দা। তার ৯ বছরের একটি মেয়ে রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন সন্ত্রাসী নিজ বাসার সামনে সুবর্ণা নদীর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কোপায়। এতে তাঁর হাতে ও মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, পাবনার এক ব্যবসায়ীর ছেলে রাজিব ছিলেন সুবর্ণার স্বামী। সম্প্রতি তাদের বিচ্ছেদ হয়। এনিয়ে আদালতে একটি মামলাও চলছে।

সুবর্ণা হত্যার ঘটনায় পাবনায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এসএস/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা
জেল থেকে তাড়াতাড়ি বের হওয়ায় যুবককে কুপিয়ে হত্যা
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা
X
Fresh