• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

খাগড়াছড়িতে ৭ খুনের তথ্য অনুসন্ধানে মানবাধিকার কমিশন

খাগড়াছড়ি প্রতিনিধি

  ২৭ আগস্ট ২০১৮, ১৬:৫৯

খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় সাতজন নিহত হওয়ার ঘটনার তথ্য অনুসন্ধানে জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোমবার সকালে প্রতিনিধি দলটি শহরের স্বনির্ভর এলাকা পরিদর্শন করেন। এসময় স্থানীয় ব্যবসায়ী, ইউপিডিএফ সমর্থিত দলের নেতাকর্মী, স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন তারা।

দুই দিনের সফরে আসা প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের তথ্য ও অনুসন্ধান কমিটির আহ্বায়ক নুরুন নাহার ওসমানি, কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা ও রবিউল ইসলাম।

পরিদর্শনকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেল ম্যাজিস্ট্রেট আবু ইউছুফ ও সদস্য সচিব সৈয়দ শামছুল তাবরীজ উপস্থিত ছিলেন।
-------------------------------------------------------
আরও পড়ুন : সাভারে পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, ১০ শ্রমিক আহত
-------------------------------------------------------