• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাভারে পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, ১০ শ্রমিক আহত

সাভার প্রতিনিধি

  ২৭ আগস্ট ২০১৮, ১৬:২২

সাভারের আশুলিয়ার একটি পোশাক কারকাখায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত সদস্যদের আঘাতে আহত হয়েছেন আরও ১০ শ্রমিক।

ডাকাতরা এসময় কারখানার সুতা, সুতার ল্যাকরা, ল্যাপটপসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সোমবার ভোররাতে আশুলিয়ার কবিরপুর দেওয়ানপাড়া এলাকার লাব্বাইক ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা জানান, সোমবার ভোর রাতে ৩০-৩৫ জনের একদল ডাকাত সীমানা প্রাচীর টপকে ওই কারখানায় প্রবেশ করে।

এসময় কারখানার ভেতরে থাকা কর্মরত ১০ জন শ্রমিক এবং তিনজন নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে পিটিয়ে ফেলে রাখে।
-------------------------------------------------------
আরও পড়ুন : সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
-------------------------------------------------------

পরে ডাকাতরা কারখানায় থাকা সুতা, সুতার ল্যাকরা, একটি ল্যাপটপ এবং শ্রমিকদের সঙ্গে থাকা নগদ টাকা, একটি স্বর্ণের আংটি ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতরা প্রায় দুই ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল আরটিভি অনলাইনকে বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
কুকি-চিনের আরও ৪ সদস্য কারাগারে
পাংশায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ৩
X
Fresh