• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ক্লাসে ফিরে যাবার ঘোষণা চট্টগ্রামের শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৫ আগস্ট ২০১৮, ১৯:০৭

নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবার ঘোষণা দিয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেয় তারা।

চট্টগ্রামে আন্দোলনরত এক শিক্ষার্থী আরটিভি অনলাইনকে এ কথা জানিয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় আন্দোলনরতদের সঙ্গে সংহতি জানিয়ে গত কয়েকদিন ধরে সড়কে অবস্থান নিয়েছিলো তারা।

রোববার চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সঙ্গে বৈঠকে বসে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈঠকে ঢাকার আন্দোলন থেকে ওঠা নয় দফার সঙ্গে চট্টগ্রামের জন্য কিছু দাবি উপস্থাপন করে শিক্ষার্থীরা।

--------------------------------------------------------
আরও পড়ুন :পঞ্চগড়ে চলছে পরিবহণ ধর্মঘট, দুর্ভোগে সাধারণ মানুষ
-------------------------------------------------------

জেলা প্রশাসক ইলিয়াস হোসেন তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেয়ার পর তারা সোমবার থেকে ক্লাসে ফেরার সিদ্ধান্ত জানায়।

বৈঠকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গেল রোববার (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে ঝরে যায় দুই শিক্ষার্থীর প্রাণ। তারা হলেন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মীম ও আব্দুল করিম। এরপর তার সহপাঠীরা আন্দোলনে নামেন। ধীরে ধীরে এ আন্দোলন পুরো রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়ে।

এ আন্দোলনের আট দিনের মাথায় রাজপথ ছেড়ে ক্লাসে যাবার ঘোষণা দিলো চট্টগ্রামের শিক্ষার্থীরা।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
নর্থ সাউথের শিক্ষার্থীর মৃত্যু, ধারণা হিটস্ট্রোক
দুই শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল চুয়েট
X
Fresh