• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরের সঙ্গে সারাদেশের পরিবহন যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ০৫ আগস্ট ২০১৮, ১২:৩৬

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গাড়ি ভাংচুরের ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে চতুর্থ দিনের মতো ফরিদপুর থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি ও শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। গত দুই দিন আন্তঃজেলার বাস চলাচলও বন্ধ রেখেছে শ্রমিক-মালিকরা।

রোববার ফরিদপুর পৌরবাস টার্মিনালে দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাস না পেয়ে বাড়ি ফিরেছেন অনেকেই। কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে রওনা দিয়েছেন; কাউকে আবার বাস ছাড়ার আশায় অপেক্ষা করতে দেখা গেছে।

যাত্রীরা বলছেন, সকাল থেকে বাসস্ট্যান্ডে এসে অপেক্ষা করছি ঢাকায় বা অন্য জেলায় যাওয়ার কোনও উপায় পাচ্ছি না।

--------------------------------------------------------
আরও পড়ুন : আইন শিথিলের দাবিতে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি
-------------------------------------------------------

মাদারীপুর থেকে আসা রাজবাড়ী গামী জুলেখা পারভীন নামের এক যাত্রী বলেন, অনেক কষ্টে মাদারীপুর থেকে ফরিদপুর এসেছি, কিন্তু এখন রাজবাড়ী যাওয়ার বাস বা অন্য কিছু পাচ্ছি না। কি ভাবে যাবো বুঝতে পারছি না।

জুলেখার মতো আরও অনেকেই ফরিদপুর পৌর বাসস্ট্যান্ডে এসেছে, বাস না পেয়ে কেউ বাড়ীতে ফেরত যাচ্ছে, কেউবা আবার বিকল্প পথে ঢাকা দিকে রওনা দিচ্ছেন।

এদিকে ফরিদপুর বাস কাউন্টারের টিকেট বিক্রেতারা বলছেন, নিরাপত্তার কারণেই আমরা বাস ছাড়ছি না।

ফরিদপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক ভূঁইয়া বলেন, শ্রমিকরা গাড়ি চালাচ্ছে না, তাছাড়া সরকার যে আইন করতে যাচ্ছে তাতে তো পরিবহন চালানো যাবে না।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে রাজধানীতে র‌্যালি
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
শনিবার কোথায় কখন গ্যাস থাকবে না, জানাল তিতাস
X
Fresh