• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বাসচাপায় প্রাণ গেলো ৩ যাত্রীর

রংপুর প্রতিনিধি

  ২২ জুলাই ২০১৮, ০৯:৪২

রংপুরে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৬ জন।

রোববার সকাল ৭টার দিকে নগরের হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সাজু মিয়া ও চান্দ মিয়া তাদের বাড়ি নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার উত্তর সিঙ্গেরগাড়ি গ্রামে অপরজনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

--------------------------------------------------------
আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে স্কুলছাত্র নিহত
--------------------------------------------------------

পুলিশ জানায়, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাইট কোচ হানিফ পরিবহনের বাস রংপুর নগরীর হাজিরহাট মন্থনা এলাকায় একটি ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলে দুই ইজিবাইকের যাত্রী নিহত হন। আহত হয় ৭ জন যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আরও একজন মারা যান।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট নওশাদ আরটিভি অনলাইনকে বলেন, ঘাতক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। তবে বাসের কোনো যাত্রী আহত হয়নি।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের ঘুষিতে আসামি নিহত
ছাগলে আম গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
টাকা ভাগাভাগি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১ 
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
X
Fresh