• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগের দুগ্রুপে সংঘর্ষে আহত ১২

ঝিনাইদহ প্রতিনিধি

  ০৫ জুলাই ২০১৮, ১৩:৩৭

ঝিনাইদহের শৈলকুপার রয়েড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইগ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জেলার শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাব্দার হোসেন মোল্লা এবং একই ইউনিয়নের অপর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাবুলের মধ্যে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে।

গেল শুক্রবার মিজানুর রহমান বাবুলের সমর্থক রয়েড়া দক্ষিণ পাড়া গ্রামের কয়েকশ’ মানুষ মিষ্টি খেয়ে সাব্দার মোল্লা গ্রুপে যোগদান করে। এরই জের ধরে সকালে রয়েড়া গ্রামে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে অন্তত ১২ জন আহত হন ও ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি। আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন :

কলমাকান্দায় প্রধান শিক্ষক হত্যায় গ্রেপ্তার ১

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
X
Fresh