• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২৯

নড়াইল প্রতিনিধি

  ০৩ জুলাই ২০১৮, ১০:২১

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানকালে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় জেলার চার থানা নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগতির বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সদর থানা পুলিশ এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ছয়জন, লোহাগড়া থানা পুলিশ দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ১১ জন, কালিয়া থানা পুলিশ বিভিন্ন মামলা ও অভিযোগে পাঁচজন এবং নড়াগাতী থানা পুলিশ বিভিন্ন মামলা ও অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে।

--------------------------------------------------
আরও পড়ুন : ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
---------------------------------------------------

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, জেলার চার থানায় অভিযানকালে মাদক মামলায় তিন, জি আর মামলায় ১৬ জন, সিআর মামলায় ছয়জন ও নিয়মিত মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলায় মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ অভিযান চলমান থাকবে।

তিনি মাদক ব্যবসায়ীসহ সকল অপরাধীদের ধরিয়ে দিতে জনগণের সহযোগিতা চান।

আরও পড়ুন :

গাজীপুরে ফোম কারখানায় ভয়াবহ আগুন

বরিশালে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh