• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি

  ২০ জুন ২০১৮, ০৮:৩১

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার সকাল ৭টার দিকে সত্রাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকালে উপজেলার সত্রাশিয়া এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া মুক্তাগাছাগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিন জন নিহত এবং তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে মুক্তাগাছা থানায় নেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুক্তাগাছা শাখার স্টেশন কর্মকর্তা সাহেব আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাদের একটি প্রতিনিধি দল যান দুটি উদ্ধার করে।

আরও পড়ুন :

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি নেতা মোশাররফ

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে পলাতক 
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
নারকেল পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৮
X
Fresh