• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বজ্রাঘাতে দুই জেলায় নিহত ৩

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ মে ২০১৮, ১৬:৩৪

বজ্রাঘাতে দুই জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর তানোর উপজেলায় ২ জন ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ১ জন নিহত হয়েছেন।

রাজশাহীর তানোর উপজেলায় পৃথক স্থানে বজ্রাঘাতে নিহতরা হলেন কৃষক আনসার আলী ও সোহাগ আলী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার সকালে উপজেলার দুবইল পূর্বপাড়া গ্রামের উত্তরমাঠের সেমি ডিপঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহাগ আলী মারা যান। সোহাগ আলী একই এলাকার শামসুদ্দিন আলীর ছেলে।

--------------------------------------------------------
আরও পড়ুন :ধর্ষক শিক্ষকের বিচার চান ধর্ষিতাসহ বাবা-মা
--------------------------------------------------------

অপরদিকে উপজেলার বাতাসপুর গ্রামের উত্তরপাড়া মাঠে আনসার আলী নামের এক কৃষক ধান কাটছিলেন। এসময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত আনসার আলী উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাতাসপুর গ্রামের লোকমান আলীর ছেলে। এ ঘটনায় আহত হন অপর দুই কৃষক। তারা হলেন একই এলাকার অনিল চন্দ্র সাহার ছেলে আনন্দ কুমার সাহা ও হীরেন চন্দ্র সাহার ছেলে লিটন চন্দ্র সাহা।

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপ-সহকারী প্রকৌশলী এনামুল হক বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, নিহত দুইজনের পরিবারকে ৪০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

এদিকে বুধবার সকালে মানিকগঞ্জের দৌলতপুরে বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী শেখ (৪৮)। তিনি দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের হাসাদিয়া গ্রামের মৃত হাফেজ শেখের ছেলে।

বাচামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ আরটিভি অনলাইনকে বলেন, সকাল ৯টার দিকে কৃষক ইয়াকুব ধান ক্ষেতে কাজ করতে যান। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
ঈদের প্রথম দুদিনে রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নারী-শিশুসহ নিহত ৩
X
Fresh