• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গৃহকর্মী হত্যায় এএসআই দম্পতির যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি

  ২৫ মার্চ ২০১৮, ১৪:০৭

রংপুরে গৃহকর্মী মঞ্জিলা খাতুনকে ধর্ষণের পর হত্যার অভিযোগে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলতাফ হোসেন ও তার স্ত্রী সালেহা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জাবিদ হোসেন এ রায় ঘোষণা করেন।

সরকার পক্ষের আইনজীবী বিশেষ পিপি হাসনাইন এ্যাডভোকেট আরটিভি অনলাইনকে জানান, ২০০৩ সালের ২৪ মে রাতে রংপুর নগরীর তালুকরঘু তামপাট এলাকার পুলিশের এএসআই আলতাফ হোসেন তার বাড়ির গৃহকর্মী মঞ্জিলা বেগমকে ধর্ষণ করে হত্যা করে। এরপর ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এএসআই আলতাফ ও তার স্ত্রী সালেহা বেগম নিহত মঞ্জিলার মরদেহ বাড়ির অদূরে একটি ধান ক্ষেতে ফেলে রাখে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ছাত্রলীগ কর্মী রাসেল হত্যা: আসামি শনাক্ত
--------------------------------------------------------