• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রলীগ কর্মী রাসেল হত্যা: আসামি শনাক্ত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি

  ২৫ মার্চ ২০১৮, ১৩:৪৫

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের হামলায় মো. রাসেল নামে এক ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনা ঘটেছে।

গেলো রাত সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল গুরুতর আহত হন। পরে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে পাঠায় চিকিৎসকরা। এসময় পথে তার মৃত্যু হয়।

রোববার সকাল ১০টার দিকে রাসেলের মরদেহ ময়নাতদন্ত শেষে জেলা সদর হাসপাতাল থেকে পুলিশের কড়া নিরাপত্তায় পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
--------------------------------------------------------

নিহত রাসেল জেলা সদরের কদমতলীর হরিনাথ পাড়ার মো. নুর হোসেনের ছেলে। তিনি ৬ নম্বর পৌর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা।

এই ঘটনার জন্য খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের অনুসারীদের দায়ী করেছে সংগঠনটি।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন টিটো আরটিভি অনলাইনকে বলেন, এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
X
Fresh