• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাঙ্গু কেড়ে নিলো দুই বন্ধুর প্রাণ

বান্দরবান প্রতিনিধি

  ২৪ মার্চ ২০১৮, ১৭:৫৬

বান্দরবানের রুমা উপজেলার সাঙ্গু নদীতে পানিতে ডুবে ঢাকা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও তার এক বন্ধুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সাঙ্গু নদীর বড়ুয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক শান্তনু সরকার (২৭) ও তার বন্ধু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র সাহেদ এহসান (২৫)।

--------------------------------------------------------
আরও পড়ুন: জার্মান গবেষণার প্রতিবেদনটি একচোখা: ইনু
--------------------------------------------------------

রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আলম আরটিভি অনলাইনকে জানান, গেলো বৃহস্পতিবার শান্তনু সরকার ও তার চার বন্ধু বগালেক দেখতে যান। সেখান থেকে ফেরার পথে আজ দুপুরে সাঙ্গু নদীতে গোসল করার সময় পানিতে তলিয়ে যান শান্তনু সরকার। বিষয়টি টের পেয়ে এহসান তাকে উদ্ধার করতে গেলে তিনিও তলিয়ে যান।

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানান।

নির্বাহী কর্মকর্তা আরও জানান, সাঙ্গু নদীতে পানি কম থাকার কারণে তাদের দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছে স্থানীয়রা।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণসংযোগ দপ্তরের উপ-পরিচালক আবু সাদাত আরটিভি অনলাইনকে বলেন, শান্তনু সরকার পানিতে ডুবে মারা গেছেন বলে শুনেছি। তবে তিনি আমাদের জানিয়ে যাননি। তার বন্ধু সম্পর্কেও আমরা কিছু জানি না।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
কুকি-চিনের হাতে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে বদলি
বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে
বাংলাদেশে পালিয়ে এলো বিজিপির আরও ১২ সদস্য
X
Fresh