• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

সাব-রেজিস্ট্রারের টাকার বিনিময়ের সইয়ের ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৪ মার্চ ২০১৮, ১৭:৫১

সাব-রেজিস্ট্রার দলিলে সই করছেন। পাশ থেকে একজন ফাইল এগিয়ে দিচ্ছেন আর প্রতিটি ফাইলের সঙ্গে টাকা নিয়ে ড্রয়ারে রাখছেন তিনি। কিছুক্ষণ পর টাকাগুলো নিজের প্যান্টের পকেটে রাখছেন সাব-রেজিস্ট্রার।

টাকার বিনিময়ে দলিলে সই করা এই সাব-রেজিস্ট্রার হলেন এছহাক আলী মন্ডল। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাব-রেজিস্ট্রার।

বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এছহাক আলী মন্ডলের টাকার বিনিময়ে দলিলে সইয়ের একটি ভিডিও প্রকাশিত হয়। পরে সেটি ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়।

--------------------------------------------------------
আরও পড়ুন: জার্মান গবেষণার প্রতিবেদনটি একচোখা: ইনু
--------------------------------------------------------

এছহাক আলী মন্ডল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি ফি নেয়ার সময় কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ভিডিও ধারণ করেছে।

এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার সাবিকুন্নাহার বলেন, আমরা ভিডিওটি বৃহস্পতিবারই দেখেছি। শুক্রবার ও শনিবার সরকারি ছুটি। তাই এই বিষয়ে রোববার পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, সাব-রেজিস্ট্রার ঘুষ ছাড়া কোনো কাজ করেন না- এমন অভিযোগে মঙ্গলবার থেকে আড়াইহাজারে দেড় শতাধিক দলিল লেখক একযোগে কর্মবিরতি পালন করছেন। বর্তমান সাব-রেজিস্ট্রারের প্রত্যাহার এবং একজন স্থায়ী সাব-রেজিস্ট্রারের পোস্টিংয়ের দাবি তাদের।

আরও পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
নারায়ণগঞ্জে ব্যাটারি কারখানায় আগুন
ঘর ছাড়লো বিটিএসভক্ত দাখিল পাস ছাত্রী
নারায়ণগঞ্জে শিশুকে শ্বাসরোধে হত্যা
X
Fresh