• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় বাস উল্টে চালকসহ নিহত ২

কুষ্টিয়া প্রতিনিথি

  ১০ জানুয়ারি ২০১৮, ১৭:০২

কুষ্টিয়ার রাজবাড়ী মহাসড়কের কুমারখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

বুধবার দুপুর আড়াইটার দিকে দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক নয়ন হোসেন (৩২) কুষ্টিয়ার জগন্নাথপুরের মিজানুর রহমানের ছেলে। নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রনি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিছু দূর গিয়ে কুমারখালীর সৈয়দ মাছ-উদ রুমী সেতুর পাশে লাহিনী পাড়া নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পানিভর্তি খাদে উল্টে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে চালক নয়ন হোসেনসহ দুই জন নিহত হন।

কুমারখালী থানার ওসি আব্দুল খালেক জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ টিম উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। নিহত চালককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগেই স্থানীয়রা আহতদের ১০ জনকে একই হাসপাতালে পাঠান।

এসএস

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় ভাই-বোনসহ ৩ শিশুর ডুবে মৃত্যু
মাজা ভাঙা দল বিএনপি : হানিফ 
কুষ্টিয়ায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ায় এজেন্ট ব্যাংকে গ্রিল কেটে চুরির ঘটনা খতিয়ে দেখছে পুলিশ
X
Fresh