• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সংসদের ২২তম অধিবেশন শুরু, অক্টোবরে আরেকটি অধিবেশন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৮

দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন আজ(রোববার) বিকেল ৫টায় শুরু হয়েছে। অধিবেশন চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া বর্তমান সরকারের শেষ সময়ে চলমান সংসদের আরেকটি অধিবেশন বসবে অক্টোবরে। সেটিই হবে এ সংসদের শেষ অধিবেশন ।

অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এইসব সিদ্ধান্ত নেয়া হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।

দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে।

সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন, ইমরান আহমদ, এ বি তাজুল ইসলাম, মাহবুব-উল-আলম হানিফ, ফখরুল ইমাম ও নুরজাহান বেগম।

তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।

সংসদ অধিবেশন শুরুর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অধিকাংশ মন্ত্রী-এমপি উপস্থিত ছিলেন।

সংসদের কার্যক্রমের শুরুতে স্পিকার চলমান সংসদের সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা, বিরোধীদলীয় প্রধান হুইপ জাতীয় পার্টির আইনপ্রণেতা তাজুল ইসলাম চৌধুরীসহ এ সময়ের মধ্যে যেসব বিশিষ্টি ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন।

চলমান সংসদের কোনও সদস্যের মৃত্যু হলে অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণের পর রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি হয়।

শোক প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রবীণ সাংসদরা আলোচনা করেন।

এ অধিবেশনে উত্থাপনের জন্য ১১টি সরকারি বিলের নোটিশ পাওয়া গেছে। তদানুযায়ী সংসদে পাসের অপেক্ষায় ৩টি, কমিটিতে পরীক্ষাধীন ৯টি ও উত্থাপনের অপেক্ষায় ১১টিসহ মোট ২৩টি সরকারি বিল পাসের অপেক্ষায় রয়েছে। এ অধিবেশনে উত্থাপনের জন্য কোন বেসরকারি বিলের নোটিশ পাওয়া যায়নি। তবে পূর্বে প্রাপ্ত ৭টি বেসরকারী বিলের মধ্যে উত্থাপনের অপেক্ষায় ১টি,কমিটিতে বিবেচনাধীন ৩টি ও কর্তৃপক্ষের পরীক্ষাধীন ৩টি বিল রয়েছে।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর জন্য ৮৪ টি ও সাধারণ প্রশ্ন ১ হাজার ৫০৪ টিসহ মোট ১ হাজার ৫৮৮ টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া ১০৩টি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত নোটিশ পাওয়া গেছে।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ এলাকায় ড্রোন, মুচলেকায় ছাড়া পেলেন সাবেক এমপি পুত্র
মান বাঁচাতে গিয়ে ফেঁসে গেলেন রাজনৈতিক কর্মী
সংসদ অধিবেশন বসবে ২ মে
সংসদ ভবনে ঈদ জামাত অনুষ্ঠিত
X
Fresh