• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ঈদে ৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ আগস্ট ২০১৮, ১৪:০৫
ছবি সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহায় ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে চাঁদ দেখা সাপেক্ষে সেটা নির্ভর করছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে।

এবার জিলকদ মাস ২৯ দিন ধরে ঈদুল আজহার ছুটি নির্ধারণ করে তালিকা তৈরি করা হয়েছে। আর জিলহজ মাস শুরু হবে ১৩ আগস্ট। এ তালিকা অনুযায়ী ঈদুল আজহা উদযাপিত হবে ২২ আগস্ট।

এক্ষেত্রে সরকারি ছুটি ২১, ২২ ও ২৩ আগস্ট থাকবে। এরপর ২৪ ও ২৫ আগস্ট হচ্ছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। সে হিসেবে মোট ছুটি দাঁড়ায় ৫ দিন।

কিন্তু ২৯ জিলকদ সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে হজের মাস জিলহজ শুরু হবে ১৪ আগস্ট। এ ক্ষেত্রে ঈদুল আজহা একদিন পিছিয়ে হবে ২৩ আগস্ট। সেক্ষেত্রে সরকারি ছুটি থাকবে ২২, ২৩ ও ২৪ আগস্ট। এরপর ২৫ আগস্ট শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এ ক্ষেত্রে সরকারি চাকরিজীবী ৪ দিন ছুটি কাটাতে পারবেন।

হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে মেয়ে ও জামাইকে কাপড় দিতে না পেরে আত্মহত্যা
হিলি স্থলবন্দর দিয়ে ৭০০ টন আলু আমদানি
ঈদযাত্রায় ফিরতি ট্রেনে যাত্রীর চাপ
ঈদের ষষ্ঠ দিন আরটিভিতে যা দেখবেন
X
Fresh