• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সাংবাদিক হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে তথ্যমন্ত্রীর চিঠি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ আগস্ট ২০১৮, ১৩:৩৩

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হস্তক্ষেপ চেয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে এ অনুরোধ করেন তথ্যমন্ত্রী।

এর আগে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের হাসানুল হক ইনু বলেছিলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের শেষের দিকে কিছু জায়গায় কর্তব্যরত সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তা দুঃখজনক।

হামলাকারীদের চিহ্নিত করার জন্য এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আজই (মঙ্গলবার) চিঠি দেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী মৌখিকভাবেও ইতোমধ্যে আশ্বাস দিয়েছেন যে তিনি পদক্ষেপ নেবেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের ছবি আমরা পেয়েছি, গোয়েন্দারাও পেয়েছেন। আশা করছি, এ বিষয়ে দ্রুতই প্রতিকার হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য আমরা আরও সজাগ ও সতর্ক হবো।

আরও পড়ুন :

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির যত ভুল তথ্য
বিএনপি এখন হতাশায় নিমজ্জিত : তথ্যমন্ত্রী
বিএনপির সমর্থকরাও ভোট দিতে বসে আছে : তথ্যমন্ত্রী
ড. ইউনুসের সাজায় সরকারের হাত নেই : তথ্যমন্ত্রী
X
Fresh