• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

রামপুরায় ১১তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ এপ্রিল ২০১৮, ১৬:২৯

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর রামপুরায় ১১তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। তবে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেলিফোন অপরাটের মাহফুজ রিবেল আরটিভি অনলাইনকে জানান, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানা যায়নি। তদন্ত করে আগুন লাগার কারণ জানা যাবে।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে আগুন লাগার খবর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এমও কামরুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কয়েকটি টিম। সর্বশেষ ১৩টি টিম আগুন নেভাতে কাজ করে।

আগুন লাগা ভবনটির নিচে ডাচ-বাংলা ব্যাংকের রামপুরা শাখা অবস্থিত। এছাড়া ওই ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় পোশাক কারখানা রয়েছে।

আরও পড়ুন :

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
হাজারীবাগ ঝাউতলার বস্তির আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে অয়েল মিলের আগুন নিয়ন্ত্রণে 
ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা
X
Fresh