• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সংসদের ২০তম অধিবেশন শুরু রোববার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ এপ্রিল ২০১৮, ১৮:৩৪

দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হবে আগামীকাল রোববার বিকেল ৫টায়।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গত ২১ মার্চ এই অধিবেশন আহ্বান করেন বলে শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংসদ সচিবালয় থেকে আরও জানানো হয়, এই অধিবেশনের মেয়াদ ৫ থেকে ৭ দিন হতে পারে। রোববার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। সংক্ষিপ্ত হলেও এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাস হতে পারে।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিচারপতি নিয়োগ আইনের খসড়া প্রস্তুত: আইনমন্ত্রী
--------------------------------------------------------

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংসদের ১৯তম ও ২০১৮ সালের প্রথম অধিবেশন শেষ হয়। গত ৭ জানুয়ারি শুরু হওয়া এই অধিবেশন ছিল বছরের প্রথম অধিবেশন।

সংসদের প্রথা ও সংবিধান অনুযায়ী অধিবেশনের প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ভাষণ দেন। ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সরকার ও বিরোধীদলের মোট ২৩৩ জন সংসদ সদস্য ৬৪ ঘণ্টা ৯ মিনিট আলোচনা করেন।

আলোচনা শেষে গত ২৭ ফেব্রুয়ারি সবার সম্মতিতে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ অধিবেশন বসবে ২ মে
‘বাঙালি সংস্কৃতির বিকাশে পহেলা বৈশাখ অবিনাশী শক্তি’
দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বঙ্গভবনে রাষ্ট্রপতি ও গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় 
X
Fresh