• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবার রিকশা চালিয়ে প্রতিবাদ করবেন চাকরিপ্রত্যাশীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মার্চ ২০১৮, ২১:২৯

শাহবাগ মোড় থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত রিকশা চালিয়ে প্রতীকী প্রতিবাদ জানাবে সরকারি চাকরির বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে আন্দোলকারীরা।

আগামী ২১ এপ্রিল এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলে জানান বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেন।

শনিবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ২০১২ সাল থেকে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়ে আসছি। আমরা যোগ্যতা অনুযায়ী চাকরি পাই না। চাকরি পাওয়ার জন্য পর্যাপ্ত সময়ও দেয়া হচ্ছে না।

--------------------------------------------------------
আরও পড়ুন: ফায়ার এক্সপো শুরু ৫ এপ্রিল
--------------------------------------------------------

সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, বাংলাদেশের মানুষের গড় আয়ু যখন ৪৫ বছর ছিল, তখন চাকরির বয়স ছিল ২৭ বছর। যখন ৫০ ছাড়ালো, তখন বয়স হলো ৩০ বছর। এখন গড় আয়ু ৭২ বছর হলেও চাকরির বয়স অপরিবর্তিত রয়েছে।

তারা জানান, বাংলাদেশে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করতে হাজার হাজার শিক্ষার্থীর বয়স ২৬-২৭ বছর হয়ে যায়, সেক্ষেত্রে চাকরির বাজারে তিন-চার বছর প্রতিযোগিতা করে কর্মসংস্থান করা ‘দুঃসাধ্য’হয়ে পড়ে।

সরকারি নিয়ম অনুসরণ করে বেসরকারি ব্যাংকসহ বহুজাতিক কোম্পানিগুলোও অভিজ্ঞতা ছাড়া ৩০ বছরের ঊর্ধ্বে নিয়োগ না দেয়ায় বেসরকারি ক্ষেত্রেও চাকরির সুযোগ কমে যাচ্ছে বলেও উল্লেখ করেন তারা।

আরও পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
কঠিন গ্রুপে পড়লেও চিন্তা নেই, বলছে বিসিবি
X
Fresh