• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সংসদে প্রধানমন্ত্রীকে রওশন

‘আমরা বলতে পারি না জাপা সরকারি নাকি বিরোধী দল’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৩

সংসদে জাতীয় পার্টি বিরোধী দল নাকি সরকারি দল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, আমরা বাইরে গেলে নানা কথা হয়। সবাই বলে আপনারা কোথায় আছেন সরকারে, না বিরোধী দলে? আমরা বলতে পারি না।

মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় রওশন বলেন, প্রধানমন্ত্রীকে বলেছিলাম আমাদের মন্ত্রীগুলোকে উইথড্রো করে নেন। আপনি সেটা করেন নাই। আমরা বিরোধী দল হতে পারি নাই। এভাবে বিরোধী দল হওয়া যায়? টানাটানি করে বিরোধী দল হওয়া যায় না। আমাদের বিরোধী দল হতে দেন নয়তো সবাইকে মন্ত্রী বানাইয়া দেন।

রওশন বলেন, আমাদের বিরোধী দলের মতো বিরোধিতা করতে দেন নয়তো আমাদের ৪০ জনকে সরকারি দলে নিয়ে নেন। বিরোধী দল দরকার নেই। এটা যদি করতেন তাহলে জাতীয় পার্টি বেঁচে যেত। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে লজ্জা লাগে। আমরা সরকারি, না বিরোধী দল? বিদেশে গেলে বলতে পারি না আমরা কী?

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রওশন আরও বলেন, জাতীয় পার্টি আজ সম্মানের সঙ্গে থাকতে পারতো। আমরা সম্মানের সঙ্গে নেই। এক বছর আছে আরও, সেটা দেখেন।

২০১৪ সালে দশম সংসদ নির্বাচনের পর বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি। রওশন হন বিরোধীদলীয় নেতা। এরপর জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর তিন সদস্য আনিসুল ইসলাম মাহমুদ মন্ত্রী এবং মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙ্গা প্রতিমন্ত্রী হন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকেও করা হয় মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না : চুন্নু
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ
যে কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি, জানালেন রওশন
X
Fresh