• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সোহেল গ্রেপ্তার হননি

অনলাইন ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৫

বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল গ্রেপ্তার হননি। পরিবারের বরাদ দিয়ে এ কথা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সোহেলের পরিবার থেকে খবর পেয়েছি, তিনি গ্রেপ্তার হননি। তাকে পাওয়া গেছে। তিনি ভালো আছেন।

এর আগে মঙ্গলবার রিজভী দাবি করেছিলেন, সিলেট থেকে ফেরার পর সোহেলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় আছেন আমরা জানি না।

--------------------------------------------------------
আরও পড়ুন: কুড়িগ্রামে বিএন‌পি-জামায়াত নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫৬
--------------------------------------------------------

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফরে সোহেলও তার সঙ্গে ছিলেন। সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারত শেষে মঙ্গলবার ভোর সোয়া ৪টায় ঢাকায় ফেরেন খালেদা জিয়া। কিন্তু ভোর থেকে সোহেলের সন্ধান পাওয়া যাচ্ছিল না, এ অভিযোগ করা হয়েছিল দলের পক্ষ থেকে।

৩০ জানুয়ারি আদালতে খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্ট মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। রমনায় একটি এবং শাহবাগ থানায় দুটি মামলা হয়। এসব মামলায় আসামি সোহেল। এছাড়া ছাত্রদলের সাবেক এই সভাপতির বিরুদ্ধে ১৪৩টি মামলা রয়েছে। তবে এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন তিনি।

আরও পড়ুন:

জে্এইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh