• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যুগে যুগে আলোকিত যেসব নারী

জোবেরা রহমান লিনু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মার্চ ২০১৯, ১৯:৩০

টেবিল টেনিস–এর উজ্জ্বল তারকা জোবেরা রহমান লিনু। যার নামে বাংলাদেশ গর্বিত। খেলতে খেলতেই একদিন খেলোয়াড় হওয়া।

বাবার অনুপ্রেরণা ছিল সব সময়েই, তাই নিষেধের বেড়ি ডিঙ্গোতে হয়নি তাকে। লিনু দুরন্ত তারুণ্য নিয়ে খেলেছেন তার প্রিয় খেলা টেবিল টেনিস।

১৯৭৭ থেকে ২০০১ সালের এর মধ্যে ১৬ বার জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন হওয়ায় ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ তার নাম উঠেছে। খেলাধুলার পাশাপাশি নিজেকে পুরোপুরি নিয়োজিত রেখেছেন সামাজিক কর্মকাণ্ডে।

মাদকাসক্তির বিরুদ্ধে কাজ করেছেন, বন্যার সময় উদ্বাস্তু মানুষদের সাহায্য ও শীতের সময় শীতবস্ত্র বিতরণ করেছেন। এসব কাজের জন্যই তাকে ২০০৫ সালের ২৭ অক্টোবর ‘ইউনিসেফের শুভেচ্ছা দূত’ হিসেবে নিয়োগ দেয়া হয়।

বাংলার মাটিকে ভালোবেসে তার জন্য কাজ করে যাওয়াই লিনুর লক্ষ্য। বরেণ্য এই ক্রীড়াবিদ ও সংগঠক জোবেরা রহমান লিনুর হাতে ‘জয়া আলোকিত নারী ২০১৭’ সম্মাননা দেয় আরটিভি।

মন্তব্য করুন

daraz
  • দুরন্ত নারীর গল্প এর পাঠক প্রিয়
X
Fresh