• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যুগে যুগে আলোকিত যেসব নারী

কৃষক ও কৃষকনেতা সাজেদা বেগম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মার্চ ২০১৯, ১৯:২০

কৃষক ও কৃষকনেতা সাজেদা বেগম ১৬টি দেশের ২০টি সংগঠনের প্রায় এক লাখ কৃষকের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের কৃষক ও কৃষকনেতা সাজেদা বেগম।

দিনাজপুরের এই কৃষক এশিয়ান ফার্মার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ সবকিছু বিবেচনাতেই তিনি এশিয়ার নেতৃত্ব পেয়েছেন। সাজেদা বেগমের বাবা, মা ও ভাই কৃষিকাজ করেন।

বিয়ের আগে থেকেই তিনি নিজেও কৃষির সঙ্গে যুক্ত ছিলেন। এ পর্যন্ত সাজেদা ফিলিপাইন, মিয়ানমার, ব্যাংকক, ভিয়েতনাম ও নেপাল সফর করেছেন।

দেশে-বিদেশে নেতৃত্ব দেয়ার পাশাপাশি নিজেদের প্রায় এক একর জমিতে ফসল বোনা, সবজি রোপণ, পাইকারের কাছে বিভিন্ন ফসল বিক্রি করাসহ সংসারের যাবতীয় দায়িত্বও সাজেদাকে পালন করে থাকেন।

সাজেদা স্বপ্ন দেখেন, একসময় বাংলাদেশে এমন কৃষকনেতা তৈরি হবে, যিনি শুধু ১৬টি দেশ নয়, সারা বিশ্বের নেতৃত্ব দেবেন। এই স্বাপ্নিক কৃষি-নারী-উদ্যোক্তার হাতে ‘জয়া আলোকিত নারী ২০১৭’ সম্মাননা প্রদান করে আরটিভি।

মন্তব্য করুন

daraz
  • দুরন্ত নারীর গল্প এর পাঠক প্রিয়
X
Fresh