• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিক্রয় ডট কম

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ মার্চ ২০১৮, ১১:০২

।। ১।।
নাবিল ও টুম্পা।
পাগলের মতো ভালোবাসে দুজন দুজনকে। মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়, তারপর পেরিয়েছে এক বছর। তাহলে কী হবে? ওদের ভালোবাসার গভীরতা গহীন সমুদ্রের মতো। তাদের দেখা হয়েছে মাত্র দুবার। দূরত্বের কারণে দেখা-সাক্ষাৎ কম হয়। তবে মোবাইল ফোনে কথা হয় সারা দিনরাত। কে কী করছে সব জানায় পরস্পরকে। বলতে গেলে প্রতি ঘণ্টার নিউজ আপডেট।
নাবিল সুদর্শন। লম্বা, ফর্সা, চওড়া বুক, মাথাভর্তি চুল, টানা টানা চোখ; একেবারে হিন্দি সিনেমার নায়কদের মতো। প্রথমবার দেখার পর টুম্পা থ মেরে গিয়েছিল। এত সুন্দর ছেলের সাথে তার প্রেম হয়েছে ভাবতেই গা শিউরে উঠেছিল তার। কী গুণ নেই নাবিলের। সে ভদ্র, নম্র, মার্জিত, শিক্ষিত, সুদর্শন ... উফ! মোবাইল ফোনে যখন কথা হয়, কী মার্জিত ভঙ্গিতেই না কথা বলে! ইংরেজি বলে একদম ফরেনারদের মতো। টুম্পা কান পেতে শোনে তার কথার জাদুমালা। একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করে এমবিএ করছে নাবিল। পাশাপাশি একটা প্রাইভেট ফার্মে চাকরি করছে। এমবিএ শেষ হলে পাড়ি জমাবে ইংল্যান্ডে। সেখানে তার বোন-জামাই থাকেন। ওরা ইংল্যান্ডের সিটিজেনশিপ পেয়ে গেছে। তাই ওখানে যাবার ব্যাপারে নাবিলের কোনও দুশ্চিন্তা নেই।
এমবিএ শেষ করে নাবিল-টুম্পার বিয়ে। তারপর দুজন মিলে বিমানে উঠবে। হাজারটা স্বপ্ন-কল্পনার জাল আষ্টেপৃষ্ঠে রয়েছে ওদের দুজনকে ঘিরে।
অপেক্ষার প্রহর গোনে টুম্পা। এক...দুই...তিন... দিন যেন আর শেষ হয় না।
টুম্পার একটু লজ্জা লাগে। নাবিলের সৌন্দর্য, যোগ্যতা আর ভরাট ব্যক্তিত্বের কাছে নিজেকে ছোট লাগে ওর। শেষবার কত কষ্ট করে ঢাকা থেকে দেখা করতে এল নাবিল। এসে হোটেলে থাকল।
মফস্বলে থাকে টুম্পা। ছোট্ট শহর। কে কখন দেখে ফেলে। লুকিয়ে-ছাপিয়ে দেখা করল টুম্পা। কালো রঙের সালোয়ার পরেছিল। হালকা গোলাপী রঙের লিপস্টিক, টিপ আর কানের দুল। দুটি রঙই নাবিলের পছন্দ। তাই কালো আর গোলাপীর কম্বিনেশন করেছিল সে।
আজ হঠাৎ করেই নাবিল বলল, ‘আসছি, কতদিন দেখিনি তোমাকে।’
আনন্দে যেন ভেসে গেল টুম্পা। আবেগ আর উত্তেজনায় কেঁপে উঠল তার সমস্ত শরীর।
‘শোনো, একটু কাজও আছে তোমাদের শহরে। তোমাকে নিয়ে এক জায়গায় যাব।’
‘কোথায়?’ উথাল-পাথাল ভাবে টুম্পা।
‘কেন আমার সাথে যেতে সমস্যা?’
‘না, না, তা বলিনি... তুমি এস। অবশ্যই যাব।’
আর কথা বাড়াল না টুম্পা। ওর কেন জানি মনে হয়, নাবিলের কণ্ঠে অভিমানী সুর।
।। ২।।
মুখোমুখি বসে আছে নাবিল ও টুম্পা। গরম কফির কাপ থেকে ধোঁয়া উঠছে। এই রেস্টুরেন্টের কফিটা দারুণ। নাবিল এলে এখানেই বসে ওরা।
‘শোন, এখন আরিফ ভাই নামের এক ভদ্রলোকের কাছে যাব। তিনি একটা বাইক বিক্রি করবেন। আমি সেটা কিনতে এসেছি।’
‘তুমি বাইক কিনতে ঢাকা থেকে এসেছ!’
বিস্ময়ের সীমা রইল না টুম্পার। নাবিলের চোখ-মুখ স্থির।
‘বিক্রয় ডট কম-এ একটা অ্যাড পেয়েছিলাম। তারপর আরিফ ভাইয়ের সাথে মোবাইলে কথা বললাম। বেশ কম দামে পাওয়া যাবে। শো-রুম থেকে নতুন কিনতে গেলে অনেক টাকা বেরিয়ে যাবে। তাছাড়া, বেশিদিন তো চালাব না। তাই নতুন কিনে লাভ কী? শখটাও মিটল, অল্প দামেও পেয়ে গেলাম। তাই ছুটে এলাম।’
টুম্পা একটু হতচকিত হলো। বাইক কিনতে নাবিল এই মফস্বলে আসবে, ব্যাপারটা বেমানান লাগল ওর কাছে। উদাস গলায় বলল,
‘ঠিক আছে।’
‘কিন্তু তোমাকে একটা মিথ্যা কথা বলতে হবে।’
‘কী মিথ্যা।’
‘আমি গিয়ে বলব, তুমি আমার স্ত্রী।’
‘কেন কেন...?’
‘তোমার কোনও আপত্তি...?’
‘না, মানে... ঠিক আছে,’ আমতা আমতা করে বলল টুম্পা।
কিছুক্ষণের মধ্যে আরিফ সাহেবের বাসায় হাজির হলো নাবিল ও টুম্পা। আরিফ সাহেব নাবিলকে মোটরবাইক বের করে দেখালেন। নেড়েচেড়ে দেখল নাবিল। তারপর বলল,
‘একটু চালিয়ে দেখি?’
আরিফ সাহেব একটু ইতস্তত বোধ করলেন। নাবিল বলল,
‘একটু চালিয়ে না দেখলে গাড়ির কন্ডিশন বোঝা যাবে না। চাবিটা দিন। সামনের মোড় থেকে একটা ঢু মেরে আসি।’
আগেই টুম্পাকে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল নাবিল। স্ত্রীকে ড্রয়িংরুমে বসিয়ে রেখে যাচ্ছে দেখে আরিফ সাহেব সাত-পাঁচ আর ভাবলেন না। নাবিল টুম্পাকে বলল,
‘তুমি একটু বসো। আমি বাইকটা চালিয়ে দেখে আসি।’
বাইকে স্টার্ট দিয়ে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল নাবিল।
পনেরো মিনিট...ত্রিশ মিনিট...এক ঘণ্টা!
খোঁজ নেই নাবিলের। টুম্পা কল করল। নাবিলের মোবাইল ফোন বন্ধ। উত্তেজনায় হাঁটাহাঁটি করতে লাগলেন আরিফ সাহেব।
‘কই গেল আপনের স্বামী। ফোন দ্যান তারে।’
টুম্পা ঘামতে লাগল। সে আরিফ সাহেবকে কিছু বলতেও পারছে না, আবার নাবিলের সাথে যোগাযোগও করতে পারছে না। বেশ কয়েক ঘণ্টা পেরোবার পরও কোনও খোঁজ পাওয়া গেল না নাবিলের। আরিফ সাহেব ততক্ষণে বুঝতে পেরেছেন যে, নাবিল চুরি করেছে তার বাইক।
আরও কিছুক্ষণ পর ভদ্রলোক জানলেন যে, টুম্পা নাবিলের স্ত্রী-ই নয়।
ঝরঝর করে কাঁদতে লাগল টুম্পা। ওর জলে ভরা ঝাপসা চোখে ভেসে উঠল ঠগ, প্রতারক একজন নাবিলের মুখচ্ছবি।

❤ আল আমিন


* BiskClub-ভালোবাসার গল্পসল্প থেকে বাছাই করা পাঠকদের গল্প নিয়ে rtvonline-এ ১৪ ফেব্রুয়ারি থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • চলুন ভালোবাসার গল্প শুনি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানে সুলভমূল্যে নিত্যপণ্য বিক্রয়কেন্দ্র খুললেন পাটমন্ত্রী
নিয়োগ দেবে জেন্টল পার্ক, নেবে ২০০ জন
X
Fresh