• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিতর্কিত আচরণে জরিমানা গুনলেন সেরেনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৫

আজ রোববার ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে পরাজিত করেন জাপানের ২০ বছর বয়সী টেনিস তারকা নাওমি ওসাকা। এদিন সেরেনাকে ৬-২, ৬-৪ ব্যবধানে হারিয়ে দেয় জাপানের এই তরুণী।

খেলায় হার-জিত থাকবেই কিন্তু খেলার মাঝে আম্পায়ারের উপর চটে যান ৩৬ বছর বয়সী সেরেনা উইলিয়ামস।

২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনাকে আম্পায়ার কার্লোস রামোস সতর্ক করেন ম্যাচের নিয়ম ভাঙায়। এতে উল্টো ক্ষেপে যান যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।

সেরেনা প্রথম সেটে হারের পর রাগ ঝাড়লেন নিজের র‍্যাকেটের উপর। মাটিতে ছুড়ে ফেলায় নাওমিকে এক সেট পেনাল্টি দেন আম্পায়ার।

এতে আম্পায়ারকে উদ্দেশ্য করে সেরেনা বলেন, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? কারণ আমি আপনাকে চোর বলছি? আপনি আমার থেকে এক পয়েন্ট চুরি করেছেন? কিন্তু আমি চোর নই। আমি আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে বলেছিলাম। আমাকে ক্ষমা করবেন, আমি রেফারি চাই, চোর না।

ম্যাচ চলাকালীন তিনটি অপরাধের জের ধরে ম্যাচ পরবর্তী বিচার হয় সেরেনার। এতে ১৭ হাজার ডলার জরিমানা গুনতে হয় এই আমেরিকান টেনিস তারকাকে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • টেনিস এর পাঠক প্রিয়
X
Fresh