logo
  • ঢাকা সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

রুটের বিদায়, উঁকি দিচ্ছে সাকিবের টুর্নামেন্ট সেরার সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৪ জুলাই ২০১৯, ২১:২৮
ENGvIND- rtvonline
ছবি- সংগৃহীত
বলতে গেলে সাকিবের কাঁটা হয়ে ছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন আর ইংলিশ ব্যাটসম্যান জো রুট। ফাইনালে যদি কেউ সেঞ্চুরি করে ফেলেন তাতে প্রায় নিশ্চিত ছিল এই দুইজনের একজনকেই সিরিজ সেরার পুরস্কার দেয়ার।

bestelectronics
উইলিয়ামসন, রুট দুজনই ব্যর্থ ফাইনালে। তাতে সাকিবের পথটা খানিক পরিষ্কার হলো বলা যায়।

নয় ম্যাচের একটি বৃষ্টিতে ভেসে গেলেও বাকি ৮ ম্যাচে করেছেন ৬০৬ রান। আছে ১১টি উইকেটও। পাঁচটি অর্ধশতকের সঙ্গে আছে দুটি শতকও।

এছাড়া এক আসরে সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে ছুঁয়ে ফেলেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ডও। এক ম্যাচে ৪১ রানে আউট না হলে ছাড়িয়ে যেতেন শচীনকেও।

এক বিশ্বকাপে যেখানে কারও ৪০০ রান আর ১০ উইকেট নেয়ার রেকর্ড ছিল না, সেখানে সাকিব করেছেন ৬০৬ রান আর নিয়েছেন ১১টি উইকেট।

উইলিয়ামসনের রান মোট ১০ ইনিংসে ৫৭৮। তাতে সম্ভাবনা কমে গেছে। বাকি ছিল জো রুট।

বলা যায় রুটও ছিটকে পড়েছেন টুর্নামেন্ট সেরার দৌড় থেকে। ১১ ইনিংসে তার রান ৫৪৯। আজ ফাইনালে ৩০ বলে মাত্র ৭ রান করে রুট ফেরেন কলিন ডি গ্র্যান্ডওমের বলে ক্যাচ দিয়ে।

এমআর/

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়