logo
  • ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০১৯, ৭ কার্তিক ১৪২৬

রোহিতের একা দেশে ফেরা উস্কে দিয়েছে ভাঙনের গুঞ্জন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৩ জুলাই ২০১৯, ২১:৫১
India Cricket, BCCI
ছবি- সংগৃহীত
সেমি-ফাইনালে হারের ব্যথাটা এখনও ভোলেনি ভারত। তার সঙ্গে যোগ হয়েছে দলের ভাঙনের গুঞ্জন। এই ভাঙনের খবর কতোটা সত্য সেটা এখনও স্পষ্ট না হওয়া গেলেও খবরের সঙ্গে কিছুটা হলে মিলে গেছে রোহিত শর্মার একা দেশে ফেরায়।

ভারতীয় দলের ম্যানেজমেন্ট জোগাড় করতে পারেনি বিমানের টিকিট। যার জন্য ফাইনাল ম্যাচের আগে ইংল্যান্ড ছাড়তে পারছে না দলের খেলোয়াড়, কোচিং-স্টাফ সহ সবাই।

টিকিট পেলেও সেটা একসঙ্গে না। দলওকে আসতে হবে ভেঙে ভেঙে। সেটাও বিশ্বকাপের পরেই।

এদিকে ভারতীয় গণমাধ্যম ‘জাগরণ’ এর খবর, দলে ভাঙনের সুর। রোহিত শর্মা আর বিরাট কোহলির সম্পর্কের টানাপোড়ন।

নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে সেমি-ফাইনালে ভারতের ছিটকে যাওয়ার কারণ কী?

এমন প্রশ্নের উত্তর খুঁজতে মরীয়া দৈনিক জাগরণ। তাদের দাবি, অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মার দলাদলি! বিশ্বকাপ চলাকালীন সময়েই দল দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল।

এমন সংবাদ ছাপানোর পর যখন গোটা ভারত উত্তাল, তখনই আগুনে ঘি ঢাললেন রোহিত। দলকে ইংল্যান্ড রেখে রোহিত একাই ফিরেছেন দেশে।

এমআর/

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়