logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯, ৮ কার্তিক ১৪২৬

আজ থেকে অনুশীলনে ফিরছেন মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ৩০ জুন ২০১৯, ১৭:০৭ | আপডেট : ৩০ জুন ২০১৯, ১৭:২৩
BANvIND- rtvonline
ছবি- সংগৃহীত
টানা পাঁচ দিনের ছুটি কাটিয়ে আজ রোববার থেকে আবারও অনুশীলনে ফেরার পালা টাইগারদের। গত পাঁচদিন যে যার মতো ছুটি কাটিয়েছেন। যেখানে ইচ্ছা সেখানে ঘুরেছেন, খেয়েছেন আপনজনদের নিয়ে।

বিশ্বকাপ তার আগে আয়ারল্যান্ড সফর মিলে প্রায় দুই মাসের লম্বা সফরে পরিবার ছাড়া থাকাটা কষ্টকর বলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনুমতি মিলেছিল ইংল্যান্ডে পরিবারকে সঙ্গে রাখার।

সেই সুবাধে অনেকেই তাদের পরিবার নিয়ে গেছেন ইংল্যান্ড। যেমনটা সাকিব আল হাসান তার স্ত্রী-সন্তানের সঙ্গে মা-বাবা, মুশফিকুর রহিমও স্ত্রী-সন্তানের সঙ্গে মা-বাবাকে নিয়েছেন। মাশরাফি বিন মুর্তজা নিয়েছেন স্ত্রী-সন্তানদের সঙ্গে ছোট ভাইকে।

ছুটি থাকায় এই কদিন কোনোরকম সাক্ষাত হয়নি ব্যাট-বলের সঙ্গে। এছাড়া এজবাস্টনে ভারত-ইংল্যান্ডের ম্যাচ থাকায় অনুশীলনের সুযোগও পাওয়ার কথা না। রোববার এই ম্যাচটাও শেষ হয়ে যাবে।

তার আগে নেটে অনুশীলন করার সুযোগ পাবে বাংলাদেশ দল। তাই আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে টাইগারদের ভারত বধের অনুশীলন।

আগামী ২ জুন এজবাস্টনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত ম্যাচ। এই ম্যাচ দিয়েই বার্মিংহাম ইতি টানবে বিশ্বকাপের।

এমআর/পি

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়