logo
  • ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২১ জুন ২০১৯, ১৫:১৬ | আপডেট : ২১ জুন ২০১৯, ১৮:৪৩
ছবি- সংগৃহীত
বিশ্বকাপ থেকে প্রায় বিদায় লগ্নে শ্রীলঙ্কা। অন্যদিকে স্বাগতিক ইংল্যান্ড প্রায় নিশ্চিত করে ফেলেছে সেমি-ফাইনাল। লঙ্কানদের পাঁচ ম্যাচ শেষ। তার মধ্যে খেলা হয়েছে কেবল ৩টি। আফগানিস্তানের সঙ্গে জয় ছাড়া হেরেছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কাছে। পরিত্যক্ত হয়েছে পাকিস্তান আর বাংলাদেশের সঙ্গে ম্যাচ দুটি।

অন্যদিকে ইংল্যান্ড খেলেছে পাঁচটি ম্যাচ, পাকিস্তান ম্যাচে হারলেও জিতেছে বাকি চারটি ম্যাচ।

হেডিংলিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। পিচ রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে এই ম্যাচও হবে বড় স্কোরের। তাই হয়তো লঙ্কান অধিনায়ক টস জিতে নিয়েছেন ব্যাটিং।

ইংল্যান্ড: জেমস ভিন্স, জনি বেয়ারেস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), জস বাটলার (উইকেট-রক্ষক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আচার ও মার্ক উড।

শ্রীলঙ্কা: দীমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেট-রক্ষক), আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, ইশুর উদানা, লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপ।

এমআর/ এমকে

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়